শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী পৃথক পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে সংগঠিত ও আন্দোলনমুখী করার লক্ষ্যে এ কর্মীসভাগুলোর আয়োজন করা হয়। শুক্রবার (৪ জুলাই) অনুষ্ঠিত এসব কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।
প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক পরিবেশে আয়োজিত সভাগুলোতে নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে প্রস্তুত থাকার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহমেদ টিটো বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রয়েছে এবং থাকবে। এ সংগ্রামকে সফল করতে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, সহদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।