মোঃ সাইফুল্লাহ:
মাগুরা শ্রীপুরে আলোচিত শিশু আছিয়ার বাড়িতে সহানুভূতি জানাতে গিয়েছিলেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সংগঠনের একটি প্রতিনিধি দল আছিয়ার পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেয়। প্রতিনিধি দল আছিয়ার পরিবারের খোঁজখবর নেয় এবং মানসিকভাবে তাদের সাহস জোগায়। সেই সাথে পরিবারকে আর্থিক সহযোগীতাও করেন। পাশাপাশি, সংগঠনটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিশনার চাঁদ সুলতানা, সেক্রেটারি লায়লা আরজুমান, আঞ্চলিক ট্রেনার নুরুন্নাহার, সদস্য মনোয়ারা বেগম, যশোর জেলা কমিটির সদস্য নাসরীন, মমতাজ বেগম, মাগুরা স্থানীয় ফিরোজা নাসরিন, শ্রীপুর স্থানীয় কমিশনার মোছাঃ মর্জিনা খাতুনসহ যশোর, ঝিনাইদহ, মাগুরা জেলা কমিটি ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ।
অতি সম্প্রতি মাগুরার নিজনান্দুলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসা ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। শিশু আছিয়ার উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার পর তা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।