বিশেষ প্রতিনিধি :
মাগুরার প্রত্যন্ত গ্রাম থেকে বেড়ে উঠা শাহনাজ পারভীন এখন ঢাকার রাজপথ কাপানো নেত্রী। মেধা, শ্রম আর যোগ্যতার মূল্য পেয়েছেন। হয়েছেন বাংলাদেশ জাতীতাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ: সাধারন সম্পাদক।
তবে এই রাজনৈতিক পথচলা মোটেও সহজ ছিল না। হামলা , মামলা, নির্যাতন আর জেল-জুলুম সহ্য করেই হয়ে উঠেছেন অকুতোভয় নেত্রী।
বিটেক নিউজে দেওয়া একান্ত স্বাক্ষাতকারে উঠে এসেছে বাংলাদেশ জাতীতাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারন সম্পাদক শাহানাজ পারভীনের সাধারন ছাত্রী থেকে নেত্রী হয়ে উঠার গল্প।
মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ডহরসিংড়া গ্রামের বাবর আলী শেখের দ্বিতীয় সন্তান শাহনাজ পারভীনের রাজনৈতিক পথচলা বাবার হাত ধরে। ছোট বেলা থেকেই ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বাবা বাবর আলী শেখ সব রাজনৈতিক প্রোগ্রামে শাহনাজকে নিয়ে যেতেন। সেখান থেকেই রাজনীতির হাতে খড়ি শাহনাজের।
সকল রাজনৈতিক কর্মসুচিতে সামনে থাকা শাহনাজ যেতে চান অনেক দূর। জনগনের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের পাশাপাশি নিজেও জনপ্রতিধি হয়ে দেশ জাতীর কল্যানে নিজেকে নিয়োজিত রাখতে চান আজীবন।
এর আগে শাহনাজ পারভিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি তিতুমীর কলেজ শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন।