শুভ্র মজুমদার, কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখলের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন সাইফুল ইসলাম।
৭ সেপ্টেম্বর ( শনিবার) বিকেলে কালিহাতী উপজেলার সিংনা গ্রামের চাঁন মাহমুদের ছেলে মো: সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, আমি একই গ্রামের আব্দুছ ছবুরের কাছ থেকে তিন চার বছর ধরে জমি কিনেছি।
সেই জায়গায় একই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে ভাড়াটিয়া মো: আলী দখলে থাকায় আজ পর্যন্ত সেই জমিতে আমি দখলে যেতে পারিনি। গেলেই মামলা করে এবং মারধর করে। জানিনা কোন ক্ষমতার বলে তারা আমাদের সাথে এমন করছে। সামাজিকভাবে এ বিষয়ের সমাধানের জন্য উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদে একটি সালিশের আযোজন করেও কোন লাভ হয়নি। আমি প্রশাসনের কাছে এর সঠিক একটা সমাধান চাই।
এ সময উপস্থিত ছিলেন, সিংনা গ্রামের আব্দুল লতিফ, আতিকুর রহমান বিপ্লব, বীর বাসিন্দা ইউনিয়নের সাবেক মেম্বার ঠান্ডু মিয়া, আছুর উদ্দিনসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গরা। গ্রামবাসী সবাই সাইফুল ইসলামের জমি উদ্ধারের জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন রাখেন এবং বলেন
বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী, কারো জমি জোরপূর্বক দখল করা সম্পূর্ণ বেআইনি এবং এ ধরনের কাজের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।
তবে এ ধরনের অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের। জমি দখলের অভিযোগগুলো প্রমাণিত হলে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জ্ঞাপন করেন।
ক্ষমতার অপব্যবহার এবং জোরপূর্বক জমি দখল বন্ধ করতে নাগরিক সচেতনতা, সুশাসন, এবং একটি কার্যকর আইনি ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ।