শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চকখিলদা নবজাগরন ক্রীড়াঙ্গন ক্লাবের সভাপতি আরশেদ আলী মন্ডলের সভাপতিত্বে এরং চকখিলদা নবজাগরন ক্রীড়াঙ্গন ক্লাবের আয়োজনে বিলবর্নী উচ্চ বিদ্যালয় মাঠে চক খিলদা ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার সামসুল আলম ফকির। উদ্বোধক হিসেবে ছিলেন, লতিফ প্রামানিক, প্রধান আলোচক ছিলেন, আ: মজিদ মেলেটারী, পৃষ্ঠপোষকতায় ছিলেন, আয়নাল হক।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল—সুজন ফুটবল একাদশ বনাম মাসুদ ফুটবল একাদশ। এই প্রতিযোগিতায় ট্রাইবেকারে বিজয়ী হয় সুজন ফুটবল একাদশ।
খেলাটি উপভোগের জন্য মাঠে উপস্থিত দর্শকদের মাঝে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। এই টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনা করেন ক্লাবের সহ-সভাপতি শামীম হাসান। খেলা পরিচালনায় ছিলেন মনির হোসেন (বাবু), শ্রাবণ ফকির, এবং আপন। খেলায় দর্শকদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত উচ্ছ্বসিত, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বজলুর রশিদ শরিফ, আবু বকর তালুকদার, আব্দুল হাই তালুকদার, বেলায়েত মন্ডল, দুলাল ফকির, মোতালেব ফকির, জিল্লুর রহমান, ফরহাদ রেজা এবং নুরুজ্জামানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতি এই ক্রীড়া প্রতিযোগিতাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
ক্রীড়ার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের প্রচেষ্টা: চাকখিলদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজিত হয় স্থানীয় যুবসমাজকে ফুটবলের প্রতি উৎসাহিত করতে এবং খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে। এই টুর্নামেন্টটি স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এলাকার ক্রীড়া সংস্কৃতিকে আরও সুসংহত করতে সাহায্য করেছে। স্থানীয় যুবকদের ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়ানো এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। চকখিলদা নবজাগরণ ক্রীড়াঙ্গন ক্লাবের এই প্রচেষ্টাকে সকলেই সাধুবাদ জানিয়েছেন, যা ভবিষ্যতে যুবসমাজকে আরও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
Q