শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাওয়াল ব্রীজের ঠিকাদারের গাড়িতে হামলা চালিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে তিন শ্রমিককে পিটিয়ে আহত করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার নরদহি ভাওয়াল ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাওয়াল ব্রীজে কার্পেটিং কাজ চলার সময় দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিতে করে ৮ থেকে ১০ জন যুবক এসে কাজ বন্ধ করতে বলেন। এরপর তারা ঠিকাদার নজরুল ইসলামের গাড়িতে হামলা চালিয়ে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। বাধা দেওয়ার চেষ্টা করলে তিন শ্রমিককে মারধর করে আহত করা হয়।
ঠিকাদার নজরুল ইসলাম জানান, তিন কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে নির্মিত হাতিয়া-পালিমা আঞ্চলিক সড়কের ভাওয়াল ব্রীজের কাজটি ইসলাম ব্রাদার্স পেয়েছে। কাজ শুরুর পর থেকেই আনালিয়াবাড়ি গ্রামের জাহিদ গংরা দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতেন। বৃহস্পতিবার কাজ চলাকালে জাহিদের নেতৃত্বে কয়েকজন যুবক হঠাৎ হামলা চালিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঞা জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।