শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” – এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীর খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধু মহল ফুটবল লীগের ২০২৪-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবরে (সোমবার) বিকেলে, খেলার আয়োজন করে স্থানীয়রা।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও বন্ধু মহল ফুটবল লীগের সভাপতি মমিনুল ইসলাম মমিন। পরিচালনা করেন খাইরুল ইসলাম মামুন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল শুভ ফুটবল একাদশ ও রামিম ফুটবল একাদশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বেক্সিমকো ডিলার শাহানুর রহমান শাহিন। খেলার উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার শামসুল আলম ফকির এবং সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি, আব্দুল কাদের, জুয়েল তালুকদার এবং শরিফুল ইসলাম।
খেলায় শুভ ফুটবল একাদশ বিজয় অর্জন করে। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।