শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বল্লা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের নতুন অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর বিকেলে বল্লা কাজিবাড়ী বিএনপি বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বল্লা ইউনিয়ন বিএনপি ৯ নং ওয়ার্ডের সভাপতি তারা মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহা, সাধারণ সম্পাদক আঃ কাদের খান এবং উপজেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বল্লা ইউনিয়ন বিএনপি ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহ আলম শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা দলের ভবিষ্যৎ কর্মসূচি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক ঐক্য আরও জোরদার করার বিষয়ে আলোকপাত করেন। তারা নেতাকর্মীদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।