শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা। শনিবার বিকেলে গোপালদীঘি হাইস্কুল মাঠে পাইকরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। সভাপতিত্ব করেন, পাইকরা ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
প্রধান বক্তা টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন তার বক্তব্যে ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বর্তমান সরকারের ব্যর্থতা ও দমননীতির কঠোর সমালোচনা করে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই আন্দোলন অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা।
বক্তারা বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান এবং চলমান আন্দোলনে জনগণের ঐক্যবদ্ধ সমর্থন কামনা করেন। জনসভায় উপস্থিত নেতাকর্মীরা দেশব্যাপী আন্দোলনে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।