মো: সাইফুল্লাহ :
মাগুরাসহ দেশব্যাপী ছাত্র আন্দোলনে নিহত স্মরণে মঙ্গলবার দুপুরে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের ভায়নার মোড়ে গায়েবানা জানাযার নামাজ শেষে শহরে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে
ইমামতি করেন জেলা আমীর মাওলানা অধ্যাপক এম বি বাকের। জানাযা নামাজ শেষে জামায়াতের নেতা- কর্মীসহ জেলার কয়েক হাজার মানুষ শহরে বিজয় মিছিল করেন। জানাযার পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মাগুরা জেলা আমীর মাওলানা অধ্যাপক এম বি বাকের। পৌরসভার আমীর মাওলানা অধ্যাপক আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম শুরা সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুল মতিন ও মাওলানা অধ্যাপক ড.আলমগীর বিশ্বাস। জেলা সেক্রেটারী মাওলানা অধ্যাপক সাইয়েদ আহমেদ বাচ্চুসহ অন্যরা।