মাগুরায় প্রথম বারের মতো জেলা প্রশাসনের উদ্যোগে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে কবির বাড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১০৬ তম জন্মবার্ষিকী পালিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিতে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল কাদের, নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, নাকোল ফাড়ির ইনচার্জ দেবব্রতসহ অন্যরা।
এর আগে কবি ফররুখ আহমেদের বাড়িতে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে কবিকে শ্রদ্ধা জানানো হয়।