শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর বিকেলে এলেঙ্গা পৌরসভার পৌলী বাজারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবজাল হোসেন। সভাটি পরিচালনা করেন কালিহাতী উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা।
সভায় আরও উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি একাব্বর হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মকদম হোসেন, সাধারণ সম্পাদক শরিফ হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত আলী ঝিলিক, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. আব্দুল বাতেন, সহ-সাধারণ সম্পাদক নায়েব আলী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান।
প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান এলেঙ্গা পৌর বিএনপির আনিসুর রহমান মিল্টন ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
সভায় বক্তারা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।