শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী জয়কালী মন্দিরের পার্শ্ববর্তী রাস্তাটির কাজ অবশেষে শুরু হয়েছে, যা স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে। মন্দির থেকে ধোপাবাড়ি পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি এলাকার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে। বর্তমানে রাস্তাটির ঢালাইয়ের কাজ চলছে।
কালিহাতী পৌরসভার সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন জানিয়েছেন যে, টাঙ্গাইল জেলার ১০টি পৌর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে এটি নির্মাণ করা হচ্ছে। যা এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি রাস্তা।
পৌরসভার কনসালটেন্ট সমর বড়ুয়া জানান, টাঙ্গাইল ১০ টি পৌরসভার প্রকল্পের মধ্যে কালিহাতী একটি। এই প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়ধীন বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থানায়নের একটি প্রকল্প। এ প্রকল্পের অধীনে কালিহাতী পৌরসভায় ১১ টি প্যাকেজের অধীনে ৩৩ টি রাস্তার কাজ চলমান। অত্র প্রকল্পে কালিহাতীতে মোট বরাদ্দ প্রায় ২২ কোটি টাকা। তারমধ্যে এ রাস্তাটি ২৫৫ মিটার দৈর্ঘ্য একটি আরসিসি রাস্তা। সাথে ১৫১ মিটার ড্রেনেজ স্লাপ আছে। এই রাস্তায় মোট বরাদ্দ প্রায় ৫৫ লাখ টাকা। রাস্তাটি সম্পন্ন হলে এলাকার মানুষ চলাচলে সুবিধা ও সস্তি পাবে বলে আশা করছি।