শুভ্র মজুমদার টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি অভিযুক্তের আপন চাচাতো ভাই। ঘটনায় উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
জানা গেছে, সোমবার (১৯ মে) ভোরে নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার (৫২) ওই গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি বিএনপি নেতা মো. বাদশা মিয়ার চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে জব্বার ও বাদশা মিয়ার মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। একপর্যায়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। অভিযোগ রয়েছে, সম্প্রতি বিএনপি নেতা বাদশা মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে উক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন।
রবিবার আদালত থেকে হাজিরা দিয়ে বাড়ি ফিরে জব্বারের পরিবারের সঙ্গে বাদানুব্য শুরু হয় বাদশা মিয়ার। এর জের ধরে সোমবার ভোরে বিএনপি নেতা বাদশা মিয়া তার লোকজন নিয়ে জব্বারের বাড়িতে হামলা চালায়। হামলায় জব্বারসহ তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন।
আহত অন্যান্যরা হলেন—রবিউল (২১), আব্দুল আজিজ (৩৫), আলী হোসেন (৫৫) ও লাল হোসেন (৫০)। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা আফরোজ বলেন, “আনতে আনতে আব্দুল জব্বারের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”
এ বিষয়ে নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।