শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন নলিন বাজার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানের ধারাবাহিকতায় ডিবি (দক্ষিণ) পুলিশের একটি চৌকস দল সফল অভিযান পরিচালনা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোপালপুর থানার শাখারিয়া গ্রামের মোঃ মনিরুজ্জামানের বাড়িতে মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
টাঙ্গাইল পুলিশ সুপারের প্রেস রিলিজের ভিত্তিতে জানা যায়, ডিবি (দক্ষিণ) পুলিশের টিম দ্রুত ওই স্থানে অভিযান পরিচালনা করে ২১ অক্টোবর সকালে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মোসাঃ নুরজাহান খাতুন (৪৮) ও মোঃ রোকনুজ্জামান রোকন খান (৩০)। নুরজাহানের হেফাজত থেকে ১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪,২০,০০০ টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় গোপালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৬, তারিখঃ- ২১/১০/২০২৪)।
এ অভিযান সফলভাবে পরিচালনার জন্য টাঙ্গাইল জেলা পুলিশ ধন্যবাদ ও প্রশংসা পেয়েছে।