জিয়াবুল হক, টেকনাফ, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে ভাসমান অবস্থায় একটি ব্যাগে মিলেছে হ্যান্ড গ্রেনেড। এটি স্থানীয় জেলেরা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ ২( বিজিবি)র কাছে হস্তান্তর করেছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে টেকনাফ উপজেলার নাফনদীর সাবরাং পয়েন্ট থেকে গ্রেনেডটি উদ্ধার হয় বলে জানিয়েছেন বিজিবি’র টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
হ্যান্ড গ্রেনেডটি কোন দেশের তৈরি এবং কোথায় থেকে ব্যাগটি ভেসে এসেছে এ ব্যাপারে তথ্য নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাতে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ৮ সেপ্টেম্বর রোববার সকালে টেকনাফ উপজেলার নাফনদীর সাবরাং পয়েন্টে একটি ব্যাগ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। তারা ব্যাগটি নদী থেকে তুলে আনেন।
ব্যাগটি খুললে তার ভেতর গ্রেনেড দেখতে পান তারা। জেলেরা গ্রেনেড উদ্ধারের তথ্য বিজিবি’র সংশ্লিষ্টদের অবহিত করেন। বিজিবি’র একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিজেদের হেফাজতে নিয়েছে।
গ্রেনেডটি কোন দেশের তৈরি এবং ব্যাগটি কোথায় থেকে এবং কীভাবে নদীতে ভেসে এসেছে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই।’
মহিউদ্দীন আহমেদ আরও বলেন, ‘উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেডটি বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।’