জিয়াবুল হক, টেকনাফ:
সারাদেশের ন্যায় কক্সবাজারের টেকনাফেও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান অনুষ্ঠান দুর্গাপুজার সমাপ্তি হয়েছে।
রোববার(১৩ অক্টোবর) বিকাল ৩টার দিকে টেকনাফ পৌরসভা ও সদর পুঁজা উদযাপন কমিটির নেতৃত্বে টেকনাফ সমুদ্র সৈকতে সনাতন ধর্মের দুর্গোৎসব প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হয়েছে।
বিসর্জনের ওই এলাকায় বিভিন্ন ধর্মের লোকজনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসব জনতার ভিড় লক্ষ্য করা গেছে। এ উৎসবকে ঘিরে টেকনাফ সী-বিচ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ৯ অক্টোবর শনিবার থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়, পরে সপ্তমী, মহাষ্টমী ও কুমারী পূজা এবং বিজয়া দশমী শেষে ১৩ অক্টোবর রোববার বিকেলে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এব্যাপারে টেকনাফ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শিব পদ ভট্টচার্য্য বলেন, সুষ্টুভাবে মন্দির সমূহে পূজা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এবারের দুর্গাপূজা সুষ্টভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলকে সনাতন ধর্মাবলীদের ধন্যবাদ জানিয়েছেন।