বিশেষ প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় এলুমনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নির্বাচিত হলেন মনোয়ার হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা ও বর্তমানে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন খান ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এলুমনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার বিভাগীয় সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগে ঈদ পূর্ণমিলনী ও নতুন এলুমনাই কমিটি গঠনের জন্য এক সভা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ ফজলুল হক ও ড. মোহাম্মদ হুমায়ুন কবির এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। বিভাগীয় শিক্ষক বৃন্দ এবং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের (এলুমনাই)যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ছাত্রজীবনে তিনি শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (মিতুল-মিশন কমিটি) এবং ১৯৮৬ সালের কেন্দ্রীয় ছাত্রদলের বিপ্লবী সদস্য (জালাল-বাবলু কমিটি) হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।
পেশাগত জীবনে তিনি খুলনা বিভাগে বেক্সিমকো ফার্মার সেলস প্রধান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে প্রথম জিএম, রেনাটা ফার্মাসিউটিক্যালস লিঃ-এ পরিচালক এবং টেকনো ড্রাগস লিঃ-এর সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে একক প্রার্থী ছিলেন।
তাঁর এই অর্জনে মাগুরার সর্বস্তরের জনগণ গর্বিত ও আনন্দিত হয়েছেন বলে জানান, তারা বলেন মোঃ মনোয়ার হোসেন খান তিনি মাগুরার সাধারণ জনগণের জন্য একটি আশীর্বাদ তার এই অর্জনে আমরা গর্বিত পুরো মাগুরা বাসি গর্বিত।