মোঃ সাইফুল্লাহ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, “ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ! জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই থেকে আমরা কখনো পিছপা হবো না।”
বুধবার রাতে মাগুরা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মাগুরা জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন।
নিতাই রায় চৌধুরী বলেন, “দেশ এক কঠিন সময় অতিক্রম করছে। এ সময়ে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পক্ষ নিয়ে ভূমিকা রাখতে হবে।”
তিনি আরো বলেন, “দলের ভেতরে কিছু নেতা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। দায়িত্বপ্রাপ্ত অনেক নেতার মধ্যেও দায়িত্ববোধের ঘাটতি রয়েছে। সবাইকে একসাথে কাজ করে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।”
সংস্কার এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বিষয়ে তিনি বলেন, “আমরা সংস্কারের বিরুদ্ধে নই। তবে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে একটি জাতীয় নির্বাচন দেওয়া উচিত। কারণ বিগত দেড় দশক ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে।”
সভায় দলীয় সাংগঠনিক ও রাজনৈতিক দিকনির্দেশনা, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রাম বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া জেলা নেতারা দলীয় কর্মসূচি ও রাজনৈতিক কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, অ্যাডভোকেট রোকনুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম ইমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।