নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ কবি ও কথাশিল্পী হাবিব রতন ও আশরাফুল নয়ন এর যৌথ জন্মাৎসব উদযাপিত হয়েছে। শনিবার রাতে শহরের আলুপট্টি আটচালা কার্যালয়ে এর আয়োজন করেন সাহিত্য-সংস্কৃতির আঁতুড়ঘর খ্যাত স্থানীয় সংগঠন
আটচালা ও নওগাঁ সাহিত্য পরিষদ।
কবি ও গল্পকার টগর মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বরেন্দ্র গবেষক ও বিশিষ্ট কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, কবি বর্ণিল ইমতিয়াজ।
কবি ও গল্পকার হাবিব রতনের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কবি ও লিটল ম্যাগাজিন বোল এর সম্পাদক সুমন সৈকত। আশরাফুল নয়ন এর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কবি রবিউল মাহমুদ,অনিন্দ্য তুহিন।
কবিদের স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহাম্মদ নাসির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি শাহীন খন্দকার, রফিক বকুল, গল্পকার ময়েন মুক্তার প্রমুখ।
অনুষ্ঠানে দুই কবিকে জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।