নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ট্রাক ও যাএীবাহী সিএনজির মুখোমুখী সংঘর্ষে সিএনজিচালক ও ২ নারীসহ ৬ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিবপুরের ইটাখোলা মোড় হতে ছেড়ে যাওয়া সিমেন্ট ভর্তি একটি ট্রাক মনোহরদী যাওয়ার পথে পঁচারবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি যাএীবাহী সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক ও ২ নারী যাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ট্রাকের নীচে চাপা পড়া সিএনজিতে থাকা যাত্রীদের মৃত অবস্থায় উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন।