পলাশ(নরসিংদী)প্রতিনিধি:-
ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে নরসিংদীর পলাশে ডে নাইট মোমেন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় পলাশ স্পোডিং ক্লাবের উদ্যোগে পলাশ কো-অপারেটিভ স্কুল মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হিজবুল একাদশকে ১-০ গোলে পরাজিত করে কুটিরপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়।
টুর্মামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক-বাহাউদ্দিন ভূইয়া মিল্টন।
সাবেক ছাএদল নেতা-আশরাফ খন্দকারের সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্ভোধন করেন-
ঘোড়াশাল পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক-মোঃজাহাঙ্গির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঘোড়াশাল পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক-দেলোয়ার হোসেন।পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান-আলম মোল্লা। সাবেক কাউন্সিলর-শাহনাজ পারভিন।পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক-হাজী জাহিদ।বিএনপি নেতা-মহিউদ্দিন চিশতিয়া।সাবেক ছাএনেতা-মকবুল হোসেন রতন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে-বাহাউদ্দিন ভূইয়া মিল্টন বলেন,সাংস্কৃতির জগতে আমাদের ছেলেমেয়েরা যদি না থাকে তাহলে শরীর ভালো থাকবে না,খেলাধুলার সাথে পড়াশোনাটা অতিব জরুরী অতএব আমরা খেলাধুলার পাশাপাশি সামাজিক কাজকর্মগুলো চালিয়ে যাব পড়াশোনা করে মা-বাবার মুখ উজ্জ্বল করব। স্বৈরাচারী সরকারের আমলে মানুষ কখনো ভালো ছিল না,শিক্ষা ছিল না। কোন আইন ছিল না-ব্যবসা প্রতিষ্ঠানে কেউ ব্যবসা করতে পারত না বাক স্বাধীনতা ছিল না।ইনশাআল্লাহ ড. আব্দুল মঈন খান পলাশের অভিভাবক আমরা চাই মঈন খান স্যার আগামী নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে এ পলাশটাকে সমৃদ্ধশালী করে তুলবেন।