নাঈমুর রহমান:
২০২৪ সালের ৩ আগস্ট—মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বী মাগুরায় লাল পতাকা উত্তোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতনের এক দফা দাবি জানান। একবছর পেরিয়ে আজ ২০২৫ সালের ৩ আগস্ট, শহীদ রাব্বির সেই সাহসী কর্মসূচিকে কেন্দ্র করে হাটবাড়িয়া বাজারে আয়োজিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান।
‘লাল পতাকা উত্তোলন ও মাগুরায় ফ্যাসিস্ট হাসিনা পতনের এক দফা বাস্তবায়নের আহ্বান’ শীর্ষক এই স্মরণসভায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা রাব্বির বীরত্বের স্মৃতি স্মরণ করেন।
উক্ত স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহবায়ক, মাগুরা জেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন:
আবদুর রহিম – সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল, মাগুরা জেলা শাখা।সৈয়দ খাইরুল আলম ইমন – যুগ্ম সাধারণ সম্পাদক, মাগুরা জেলা যুবদল। এম ফেরদৌস রেজা – সদস্য সচিব, জাসাস, মাগুরা জেলা শাখা,শামীম হোসেন মিলন – সাবেক সিনিয়র সহ-সভাপতি, মাগুরা জেলা ছাত্রদল,আরিফুজ্জামান রিংকু – সাবেক আহবায়ক, কৃষক দল, মহম্মদপুর উপজেলা, জিসান হাবিব – অন্যতম নেতা, মহম্মদপুর উপজেলা যুবদল মোঃ সোহেল রানা – নেতা, মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল জহুরুল হক ইশা – আহবায়ক, জাসাস, মহম্মদপুর উপজেলা শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সোহেল রানা, মাগুরা জেলা যুবদল নেতা।
বক্তারা শহীদ মেহেদী হাসান রাব্বীর লাল পতাকা উত্তোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, “রাব্বি শুধু একজন ছাত্রনেতা নয়, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক, যিনি বুক চিতিয়ে বলেছিলেন। পরিশেষে সবার সুস্থতা কামনা করে অনুষ্ঠানটি শেষ হয়।