লিমন বিশ্বাস (মাগুরা) :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহম্মদপুরে শহিদ মো. আহাদের (১৭) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন মাগুরার নবাগত জেলা প্রশাসক অহিদুল ইসলাম।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মহম্মদপুর উপজেলা সদরের ডাকবাংলো সংলগ্ন এলাকার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সদস্যদের সমবেদনা জানান। এ সময় তিনি শহিদ আহাদের মাতা মোছা. পাখি খাতুন, পিতা ইউনুস আলী ও আপন চাচা ইউপি সদস্য ইয়াকুব আলীর সাথে কথা বলেন এবং সবধরনের সরকারি সহায়তা প্রদানেরও আশ্বাস দেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, মহম্মদপুর ইউএনও অফিসে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা বাপ্পি শিকদার ও জহির রায়হান,সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াহাব প্রমুখ।
জেলা প্রশাসক মাগুরা পক্ষ থেকে ক্ষুদ্র উপহার হিসেবে একটি উন্নত মানের সেলাই মেশিন ও ফলফ্রুসের বাকেট প্রদান করা হয়। এরপর তিনি অপর শহিদ বালিদিয়া গ্রামের সুমনের বাড়িতে যান।
উল্লেখ্য, গত ৪ জুলাই মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহাদ ও সুমন।