মােঃ সাইফুল্লাহ :
মাগুরায় চাঁদাবাজী, সংগঠন দখলের হুমকি, ভাংচুর সহ নানা অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা মুক-বধির কল্যাণমূলক সংঘ থেকে তিন সদস্যকে বহিস্কার করা হয়েছে বলে জানা গেছে।
বহিস্কৃত সদস্যরা হচ্ছেন জামিরুল ইসলাম ডলার, মারুফ ও মিরাজ।
১৭ সেপ্টেম্বর মাগুরা জেলা মুখ-বধির কল্যাণমূলক সংঘের সভাপতি মীর রইসুল আলম এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে উল্লেখিত সদস্যদের বহিস্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মাগুরা জেলা মুখ-বধির কল্যাণমূলক সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব জানান, ১৪ সেপ্টেম্বর মাগুরা শহরের ভায়নার মোড় পৌর মার্কেটে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদেরর সর্বসম্মতিক্রমে তাদের বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তিনি আরো জানান- ইতোমধ্যে তাদের বহিস্কার সংক্রান্ত রেজুলেশন জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরকে অবগত করা হয়েছে।