বিশেষ প্রতিনিধি:
মাগুরায় মহম্মদপুর উপজেলায় ছাত্রদল নেতা আবু তোয়েব মোল্যার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। আজ সোমবার সকাল ১১টায় মহম্মদপুর বাস স্ট্যান্ড প্রাঙ্গনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা তোয়েব হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধনে তোয়েব এর পরিবারের সদস্যসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মানববন্ধন শেষে হত্যাকারীদের বিচারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।নিহত আবু তোয়েব মোল্লা মহম্মদপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামের
প্রধান শিক্ষক আবুল কালাম এর ছেলে।