মোঃ সাইফুল্লাহ :
মাগুরার শ্রীপুরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আলোচনা সভা শেষে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এসে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফোকরুদ্দিন মিজান এর উদ্যোগে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, বাইতুল মাল সম্পাদক মোঃ ইলিয়াসুজ্জামান, গয়েশপুর ইউনিয়নের আমির মাওলানা আব্দুস সালাম, শ্রীপুর সদর ইউনিয়ন আমির মাওলানা ইনসান আলী, শ্রীকোল ইউনিয়ন আমিন মোঃ হাসিবুল ইসলাম রিপন, নাকোল ইউনিয়ন আমির মোঃ শরিফুল ইসলাম, কাদিরপাড়া ইউনিয়ন সেক্রেটারি মো. মুরাদুল ইসলাম, উপজেলা শিবিরের সাবেক সভাপতি হাফেজ মোয়াজ আব্দুল্লাহসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, দেশের চলমান সহিংসতা ও সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ ও সেই সাথে নেতাকর্মীদের প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কোন ক্ষতি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।