মোঃ সাইফুল্লাহ :
মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল শ্রীপুরের খামারপাড়া সরকারি পুকুরসহ বিভিন্ন স্থানের উম্মুক্ত জলাশয়ে দেশী জাতীয় শিং মাছের পোনা অবমুক্ত করেছে।
জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে উক্ত মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বলে জানা গেছে ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, উপজেলা রিকশা -ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ শাজাহান আলী, শ্রীকোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর এম হাসিবুর রহমান রিপন, জামায়াত নেতা মোঃ মোঃ তরিকুল ইসলাম, মোঃ বাবলু খাঁ মোঃ সোহেলরানা, বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দারসহ অন্যরা।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান জানান, কুমার নদসহ বিভিন্ন স্থান থেকে অসাধু মাছ শিকারীরা অবৈধ কারেন্ট জালসহ বিভিন্ন উপকরণ দিয়ে ছোট্ট ছোট মাছ শিকার করে বাজারে বিক্রি করছে, আমরা এগুলো বাজার থেকে ক্রয় করে উপজেলার বিভিন্ন স্থানে অবমুক্ত করছি।