মোঃ সাইফুল্লাহ:
মাগুরায় “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” এর ভিত্তিপ্রস্তর সোমবার, দুপুরে মাগুরা শহরের ঢাকা খুলনা মহাসড়কের পানি উন্নয়ন বোর্ডের শ্লুইজগেট সংলগ্ন নির্ধারিত স্থানে স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম) জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, যুগ্ম আহবায়ক আখতার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের,নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলার বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলী জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন যে, জুলাই শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এ স্মৃতিস্তম্ভ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এটি নতুন প্রজন্মকে স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করবে। যা দেশ ও জাতির কল্যানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমরা মনেকরি।