বিশেষ প্রতিনিধি :
জুলাই শহীদ দিবস ও মাগুরা প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি শামীম খান, কোষাক্ষ্যক অমিত মিত্র, মাগুরা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ সাইফুল্লাহ, রবিন শরীফ প্রমূখ।
সভায় জুলাই আগস্ট শহীদদের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মাগুরা প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের কর্মময় জীবন নিয়ে আলোচনায় অংশ নিন সাংবাদিকরা। সবার শেষে জুলাই শহীদ ও মাগুরা প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন মাগুরা প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের সদস্য ওলিয়ার রহমান। শেষে মাগুরা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিঠুন।