মোঃ সাইফুল্লাহ :
মাগুরায়র দুটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ¯স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেনকে সেনা সদস্যরা আটক করেছে। এ সময় তার বাবা মুন্সী আবদুস কুদ্দুসকে দুলাল কেও আটক করে শুক্রবার পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার উপজেলা সদরের পূর্ব পাড়ায় ¯স্বেচ্ছাসেবকদল সভাপতি মুন্সী জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি তল্লাশী করে একটি জাপানি পিস্তল, একটি ওয়ান শুটার গানসহ বিভিন্ন প্রকার দেশী অস্ত্রসহ পিতা-পুত্রকে আটক করা হয়।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত থেকে জেল হাজতে পাঠানো হয়েছে।