বিশেষ প্রতিনিধি:
মাগুরায় সামাজিক দ্বন্দের জেরে নাসির ভুইয়া নামের এক অটো চালককে কুপিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষ্যের লোকজন। আজ বৃহস্পতিবার সন্ধায় মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের সাংদা লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নাসির ভুইয়া মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের সাংদা লক্ষীপুর গ্রামের মৃত ছবদাল ভুইয়ার ছেলে। তিনি এখন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে ৭-৮ টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
আহত নাসির ও তার স্বজনেরা জানান, সারাদিন অটো চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন তিনি। লক্ষীপুর বাজারে পৌছালে প্রতিপক্ষ্যের লোকজন তার গাড়ির গতিরোধ করে। তাকে অটো থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
আহত নাসিরের অবস্থা আশংকামুক্ত এবং এই ঘটনায় এখনো পুলিশে অভিযোগ করা হয়নি।