বিশেষ প্রতিনিধি :
নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরা জেলার প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচ গতকাল শুক্রবার বিকালে মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে । জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে ।
মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। এ সময় জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা,মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তার হোসেন,সাবেক সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,জেলা জামায়াতের আমীর এমবি বাকের, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, বিএনপির সাবেক সদর থানার সভাপতি কুতুব উদ্দিন কুতুব,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি শাহেদ হাসান টগর ও জেলা যুব দলের সভাপতি ওশিকুর রহমান কল্লোল উপস্থিত ছিলেন ।
বিকালে প্রীতি ফুটবল খেলায় ক টিম ফুটবল একাদশ মুখোমুখি হয় খ টিম ফুটবল একাদশের। তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় অংশ নেয় জেলার সাবেক প্রাক্তন কৃতি ফুটবল খোলোয়াড়রা। প্রীতি ফুটবল খেলায় ক টিম ফুটবল একাদশ ৫-০ গোলে জয়ী হয়। খেলায় চমৎকার ধারা বিররনী প্রকাশ করেন বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায় । খেলায় জেলার প্রাক্তন ফুটবল খেলোয়াড়,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন ।