শাহীন আলম তুহিন :
মাগুরা সদর উপজেলার মহম্মদপুর সরাবাড়িয়া আহম্মদনগর বাজারের পাশের গনসি পাড়া নামক স্থানে গনপরিবহন বাসের সাথে ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। এ ঘটনাটি ঘটেছে আজ দুপুরের দিকে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম ময়েন উদ্দিন। তিনি মহম্মদপুর উপজেলার সরাবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এই ঘটনায় ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রায়হান (২৬), মাহাবুব (৪৫), শরীফা (৩০), মিজানুর (৭) সহ প্রায় ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাগুরা থেকে ছেড়ে আসা গনপরিবহন বাস (ঢাকা মেট্রো ব ২৬১৪), মহম্মদপুর অভিমুখে যাওয়ার সময় গনসি পাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের যাত্রী ময়েন উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গনপরিবহন বাস ও ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।