বিশেষ প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাগুরা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডঃ নেওয়াজ হালিমা আরলি। মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব জনাব আক্তার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলী আহম্মদ। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা জনাব মনোয়ার হোসেন খান। উক্ত সমাবেশে মাগুরা জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।