মোঃ সাইফুল্লাহ:
মাগুরায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সাথে শনিবার সকালে স্থানীয় আতর আলী পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মাহফিল করেছে জেলা জামায়ামতে ইসলামী।
জেলা আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরে জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারী মোঃ সাইফুল্লাহ, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক মাওলানা মোঃ রবিউল ইসলাম, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম,মাওলানা জাহাঙ্গীর আলম খান, শিবিরের শহর সেক্রেটারী আব্দুল আজিজ, আই বি ডব্লিউ ফাউন্ডেশনের জেলা সহকারীসেক্রেটারী মোঃ রাশেদুল আলমসহ অন্যরা।
মতবিনিময় শেষে ২৪শের গণ আন্দোলনের শহীদের স্মরণে দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।