বিশেষ প্রতিনিধি:
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ড সংলগ্ন নবগঙ্গা নদীর উপর সুইচগেটের এক অংশ গত রাতের বৃষ্টিতে ভেঙে পড়েছে নদী গর্বে।
গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে সকাল থেকে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের যানজট শুরু হয়েছে।
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন জানান, অতি বৃষ্টির কারণে ব্রীজটির সাইড ওয়ালসহ রাস্তার কয়েক ফিট অংশ ভেঙে পড়েছে নদীর মধ্যে। ইতিমধ্যে অস্থায়ী সংস্কার কাজ শুরু হয়েছে।
গত ১৯ সালের জুন মাসে ৬০ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও মাত্র কয়েক লক্ষ টাকা খরচ করে নিম্নমানের এই সাইড ওয়াল নির্মাণ করেন ঠিকাদার জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম।