মােঃ সাইফুল্লাহ:
মাগুরার শ্রীপুরে যুবদলের উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বির্নিমানে এবং রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা যুবদলের সদস্য মিলন মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এনায়েত মোল্যাসহ আরো অনেকে।