শাহিনুর রহমান:
মাগুরায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে মো: শাকিল (২৫) কে ১৯৮২ পিচ ইয়াবা সহ আটক করেছে ঝিনাইদহ র্যাব ৬।
আজ বুধবার (২৩ জুলাই ) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরা শহরের বাস টার্মিনাল এলাকায় ঢাকা থেকে যাত্রীগামী গোল্ডেন লাইন পরিবহনে তল্লাশী করে ইয়াবাসহ তাকে আটক করে।
জানা যায়, মো: শাকিল কক্সবাজার জেলার রামু থানার দারীয়াদীঘীর গ্রামের মো: নুরুল আমিনের ছেলে।
ঝিনাইদহ র্যাব ৬ কোম্পানি কমান্ডার মেজর নাইম আহম্মেদ জানান, আমরা গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে যাত্রী গামী গোল্ডেনলাইন পরিববহনে দুপুর ২ টাই তল্লাশি চালাই। বাসের ছিটের পিছনের দিকে বসা শাকিলের ব্যাগে ১৯৮২ পিচ ইয়াবা পাওয়া যায়। সে নিয়মিত ইয়াবা বহন করে।
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।