বিশেষ প্রতিনিধি:
মাগুরার নবাগত জেলা প্রশাসক অহিদুল ইসলামের সাথে জেলার সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ছাত্র জনতার গন অভ্যুত্থান ও পরিবর্তিত সরকার ব্যবস্থায় জেলার সমস্যা, সংকট ও সমাধানের পথ উত্তরণে সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন।
এসময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, ” মাগুরায় মোট ৬ জন সাংবাদিক এর নামে সরকার পরিবর্তনের পর মামলা হয়েছে। তদন্ত ছাড়া যেন কোন সাংবাদিককে হয়রানি না করা হয়।”
এসময় তিনি স্বচ্ছ ও গ্রহণযোগ্য সাংবাদিকতা চর্চায় মাগুরা প্রেসক্লাবের কর্ম পরিকল্পনা জেলা প্রশাসক এর নিকট তুলে ধরেন।
জেলা প্রশাসক সবার কথা শুনে তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষা করে মানুষের মধ্যে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা, ভূমিসংক্রান্ত সমস্যার ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। জলাবদ্ধতা নিরসন ও মেগা প্রকল্প সম্পন্ন করার ব্যাপারে তিনি আগামীর পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য সংবাদকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস উপস্থিত ছিলেন।