মাগুরায় সাজা প্রাপ্ত আসামী আটক
মোঃ সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
মোঃ আজিজ মোল্লা
পিতা : মৃত মো: ওলিয়ার মোল্লা।
গ্রাম বিলাকছি, ইউনিয়ন জগদাল, পোস্ট অফিস জগদাল।থানা জেলা মাগুরা।
মামলা নাম্বার সি/আর ৩২৭/১৩, ওয়ারেন্ট সাজা প্রাপ্ত আসামী , চেক ডিজঅনার মামলা। সঙ্গীও ফোর্সের সহযোগিতায় নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আনুমানিক সন্ধ্যা ৬টার সময়। মাগুরা সদর থানার এসআই অজয় কুন্ডুর নেতৃত্বে।