মোঃ সাইফুল্লাহ:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় হার্ট অ্যাটাকে মারা যাওয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধক্ষ্য কামরুজ্জামান জাপানের দাফন সম্পন্ন হয়েছে।
জাপান মাগুরা শ্রীপুরে আমলসার ইউনিয়নের বদনপুর গ্রামের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ইন্তাজ আলীর ছেলে।
তিনি বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে জাপান তার মা-বাবা, স্ত্রী, ২ ছেলে, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কেন্দ্রীয়, মাগুরা জেলা, শ্রীপুর উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
কামরুজ্জামান জাপানের ছোট ভাই বদরুল আলম ইরান বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে মাগুরা পারনান্দুয়ালি ব্যাপারীপাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাজা এবং শুক্রবার সকাল ১০ টায় বদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
কামরুজ্জামান জাপান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি ছিলেন।