বিশেষ প্রতিনিধি:
কৃষিই সমৃদ্ধি ২০২৪-২৫ অর্থবছরে রবি/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (হাইব্রীড)-এর বীজ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা সদর উপজেলার মোট ২৬৩০ জন কৃষককে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল ৯.৩০ ঘটিকায় মাগুরা সদর উপজেলা চত্বর প্রাঙ্গণে বীজ বিতরণ উদ্ভোধন’র আয়োজন করেন উপজেলা কৃষি অধিদপ্তর। মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী ইসরাত জাহান , মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীরা। উদ্বোধনী দিনে এক এক কৃষকের মাঝে ০২ কেজি বোরো ধান (হাইব্রীড)-এর বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, চলতি রবি মৌসুমে মাগুরা সদর উপজেলার একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের মোট ২৬৩০ জন কৃষকের মধ্যে এ বীজ বিতরণ করা হয়।