বিশেষ প্রতিনিধি:
প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় সশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে সকল ধরনের জিডি করার সুবিধা চালু করছে বাংলাদেশ পুলিশ।ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পুলিশি সেবা সহজীকরণের ধারাবাহিকতায় মাগুরায় মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে চালু হলো অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) কার্যক্রম। (২১ জুলাই ২০২৫) মাগুরা সদর থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম।
এই সময় উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী ও থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ সদস্যরা, অনলাইন জিডি সেবা গ্রহণে আগ্রহী নাগরিকরা এখন থেকে গুগল প্লে স্টোরে থাকা ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে সহজেই নিবন্ধন সম্পন্ন করে ঘরে বসেই জিডি করতে পারবেন। এই উদ্যোগের ফলে থানায় সশরীরে না গিয়েও এখন সাধারণ মানুষ হুমকি, হারানো, পারিবারিক দ্বন্দ্ব, প্রাপ্তি সংক্রান্ত বিষয়সহ যেকোনো জিডি করতে পারবে অনলাইনে।
অনুষ্ঠানে জানানো হয়, এই কার্যক্রমের ফলে সময় ও শ্রম বাঁচবে, পাশাপাশি পুলিশি সেবায় স্বচ্ছতা ও গতিশীলতা আসবে। অনলাইনে জিডি করার পরপরই সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর এসএমএস-এর মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে যাবে।
এছাড়াও, আবেদনকারী অনলাইনে তার জিডির অবস্থা—ড্রাফট, তদন্তাধীন কিংবা নিস্পত্তি—যেকোনো সময় দেখে নিতে পারবেন। অনলাইন জিডি সংক্রান্ত যেকোনো সহায়তা বা জিজ্ঞাসার জন্য ২৪ ঘণ্টা চালু থাকা ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
বর্তমানে মাগুরা জেলার সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর—এই চারটি থানায় অনলাইন জিডি কার্যক্রম চালু করা হয়েছে।
এই প্রযুক্তিনির্ভর সেবার ফলে সাধারণ জনগণ আরও বেশি আস্থাশীল হবে পুলিশি ব্যবস্থাপনায়—এমনটাই প্রত্যাশা পুলিশের।