মো: সাইফুল্লাহ:
মাগুরার মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শান্তি ও সম্প্রিতির আহবান জানিয়ে সোমবার বিকেলে বর্ণাঢ্য মটরসাইকেল র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য অধ্যাপক এম বি বাকের ও মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর মাওলানা কবীর হুসাইনের নেতৃত্বে উপজেলার বিনোদপুর বাজার থেকে বর্ণাঢ্য মটর সাইকেল র্্যালী বের হয়। মিছিলটি মহম্মদপুর উপজেলার ৮ টি ইউনিয়ন প্রদক্ষিন শেষে সন্ধ্যায় বিনোদনপুর বাজারে পথ সভায় মিলিত হয়। মহম্মদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবীর হুসাইন এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকের। বক্তব্য রাখেন জেলা নায়েবে হাফেজ মাওলানা লিয়াকত খান,জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলমসহ আরো অনেকেে।