মোঃ সাইফুল্লাহ :
মাগুরার শ্রীপুরের সদর ইউনিয়নের উদ্যোগে ওলামা মাশায়েখ পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৭ আগস্ট শনিবার সকালে শ্রীপুর উপজেলার মদনপুর জামে মসজিদে হাফেজ মাওলানা আমিরুল ইসলাম সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাজলী মাদ্রাসার সহ সুপার মাওলানা ইনসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ পরিষদের মাগুরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ পরিষদের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন উপাধ্যক্ষ মাওলানা আব্দুল গাফফার, ও শ্রীপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফয়সাল আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বিশিষ্ট সমাজ সেবক কাজী আব্দুল আওয়াল সবুর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খলিফা খাজা আহমেদ, হাফেজ মাওলানা ওয়াসিকুর রহমান,তখলপুর হাতেম আলী মাদ্রাসার সুপার মহম্মদ আলী জিন্নাহ, কচুয়া বায়তুল হাবিব জামে মসজিদের পেশ ইমাম ওছাত্র নেতা হাফেজ গোলাম রাব্বীসহ আরো অনেকে। সমাবেশে শ্রীপুর ইউনিয়ন প্রায় একশত ওলামায়ে কেরামগণসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।