মোঃ সাইফুল্লাহ:
মাগুরা শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার রাতে দারিয়াপুর বাজারের কৃষি ব্যাংক সংলগ্নে মার্কেট গলিতে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। দারিয়াপুর ইউনিয়ন বি এন পি’র সভাপতি মোঃ নওজেস মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠিতব্য প্রধান অতিথি শ্রীপুর থানা বিএনপি নেতা আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন। মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান ,
শ্রীপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জহুরুল হক মিলন ।
শ্রীপুর থানা যুবদলের সাবেক প্রথম সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ মতিয়ার রহমান টুকু , শ্রীপুর থানা বিএনপির সহ-সভাপতি নাসিরুল ইসলাম নাজির ,দারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মকিদুল ইসলাম ,সব্দালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম, শ্রীপুর থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক রঞ্জু আহমেদসহ অন্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন তাঁর বক্তব্যে বলেন-বিএনপি একটি শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক পন্থায় নির্বাচন মুখী একটি দল,তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের শৃংখল ভেঙ্গে কেউ গ্যাঞ্জাম করলে তার বিরুদ্ধে সারাদেশের চলমান প্রক্রিয়ায় কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে।