বিশেষ প্রতিনিধি :
মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি হয়েছে মাগুরা জেলার ঐতিহ্যবাহী শরীফ পরিবারের সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী শরীফ আজিজুল হাসান (মোহন শরীফ)।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সভাপতি কাজী সালাহউদ্দিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গনমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মহসিন আলী ও সৈয়দ বারিক আনজাম সহসভাপতি, মো: শহিদুল ইসলাম কোষাধ্যক্ষ।
এছাড়াও শহিদুল ইসলাম (শাহী) কাজী সানাউল হক (তন্ময়), মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, আব্দুর রহিম, গোলাম জাহিদ, মো: নুর ইসলাম, মো: কামরুজ্জামান ও কাজী রেজওয়ান হোসেন সদস্য নির্বাচিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর নিয়ম অনুসারে মাগুরা জেলার ফুটবল উন্নয়নে উক্ত কমিটি কাজ করবে বলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর চিঠিতে জানানো হয়।