Monday , 19 August 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আন্দোলনে গুলিবিদ্ধ মামুন।

প্রতিবেদক
naimur24
August 19, 2024 4:01 pm

এস এম শিমুল রানা:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মাগুরার মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৬) গুলিবিদ্ধ শিক্ষার্থীদের পরিবার টাকার অভাবে তাদের চিকিৎসা করাতে পারছেন না। এজন্য সকলের কাছে চিকিৎসার সহযোগিতা চাচ্ছেন তার পরিবার।

গুলিবিদ্ধ হন ঢাকা এয়ারপোর্ট এর সামনে বিগত (০৫ আগস্ট) পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন । মাগুরা জেলা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের (অবসরপ্রাপ্ত) সৈনিক মোঃ মাসুদ মিয়ার ছেলে , তিনি মাগুরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত (১৬ জুলাই) মাগুরা সরকারি কলেজ মাঠে আন্দোলনে অংশগ্রহণ করেন তারা। একপর্যায়ে তিনি ঢাকা চলে যান সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের গুলিতে আহত হয়ে পড়ে থাকেন পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় ছোটাছুটির একপর্যায়ে গুলিবিদ্ধ হয় সে। পরে সহপাঠীদের সহায়তায় তাকে ঢাকা উত্তরা মহিলা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের পক্ষে চিকিৎসা ব্যায়ভার বহন করা সম্ভব হচ্ছে না।

আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মরতে বসছে মামুন, হারাতে বসেছেন তার পরিবার,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে, গুলিবিদ্ধ শিক্ষার্থীদের পরিবার টাকার অভাবে তাদের চিকিৎসা করাতে পারছেন না। এজন্য সকলের কাছে চিকিৎসার সহযোগিতা চাচ্ছেন তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা সরকারে কাছে আবেদন করছি, আব্দুল্লাহ আল মামুন পারিবারিক অবস্থা ভালো না। চিকিৎসা করানোর মতো পরিস্থিতি নেই তাদের। এজন্য তাদের চিকিৎসার যেন সরকার নেয় এটাই আমাদের চাওয়া এবং এমতাবস্থায় বর্তমান সরকারের কাছে আর্থিক সাহায্য ও তার চিকিৎসার ব্যায়ভার বহনের জন্য বিশেষ অনুরোধ করছে তার পরিবার।

 

মামুনের বাবা মাসুদ মিয়া জানান, আমি (অবসরপ্রাপ্ত) সৈনিক কোন রকম সংসার চালাচ্ছি। কিন্তু আমার একমাত্র ছেলেকে কীভাবে চিকিৎসা করাব। আমি কিছুই বুঝতে পারছি না। তাও ছেলের চিকিৎসার জন্য ধারদেনা করে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা শেষ করেছি। আমার হাতে আর কোনো টাকা-পয়সা নেই। এখনো তার অবস্থা ভালো নাই । বিত্তবান ব্যক্তি ও সরকারের কাছে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে শীতকালীন সবজি চাষে কর্মচাঞ্চল্যে মুখর কৃষকরা

কালিহাতীতে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখলের ঘটনায় সংবাদ সম্মেলন

নওগাঁয় পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে স্বাক্ষর জাল, দুদকে অভিযোগ

টেকনাফে সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন

কালিহাতী উপজেলা মহিলা দলের উদ্যোগে নারীদের মধ্যে তারেক রহমানের ৩১ দফা প্রচারে কর্মী সভা অনুষ্ঠিত

মাগুরায় দূর্গা পূজা উদ্জাপন উপলক্ষে বিএনপির মতবিনিময়

সংবাদ কর্মী নিচ্ছে বিটেক নিউজ

কালিহাতীতে চুরি করা গাভীসহ তিন চোর আটক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কালিহাতীর কোকডহরায় বিএনপির জনসভা অনুষ্ঠিত

হত্যা মামলায় পলাশের ইউপি মেম্বারসহ গ্রেপ্তার ৪