বিশেষ প্রতিনিধি :
“রক্তাক্ত-২৪” এর গণ অভ্যুত্থান স্মরণে জিয়া পরিষদ ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে গতকাল শনিবার সকাল ১১টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সভায় জিয়া পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক ডাক্তার মো: আলীমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক শাহেদ হাসান,থানা বিএনপির আহবায়ক কুতুবুদ্দিন কুতুব,জেলা ছাত্রদলের আহবায়ক ওয়াসিকুজ্জামান কল্লোল ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব
আব্দুর রহিম ,জেলা জাসাসের আহবায়ক এ্যাড.কাজী সিরাজ মিহির ও সদস্য সচিব ফেরদৌস রেজা ।
সভায় বক্তারা বলেন,জুলাই আগস্টে নিহত সকল শহীদদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি
। বাংলাদেশের মানুষ আজ স্বাধীন ও মুক্তভাবে কথা বলতে পারছে । আর যেন ফ্যাসিস্ট দোসররা এ দেশে মাথা
চারা দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে ।
শেষে জুলাই আগস্ট এ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত । সভা শুরুর আগে জেলা জিয়া পরিষদের উদ্যোগে শহরে একটি র্যালী বের হয় । র্যালীতে জেয়া পরিষদের সদস্যরা অংশ নেয় ।